‘এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস’ লিঃ এর ইউনিট-২ শুভ উদ্বোধন

371

89669295_250673735950834_5415712980094418944_n
দেশের অন্যতম প্রাণিখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস’ লিঃ এর ইউনিট-২ শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ ফ্যাক্টরি উদ্বোধন করা হয়।

89659156_202132991099410_2469265449674604544_n
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, এস ই ভিপি, জোন প্রধান, ঢাকা সেন্ট্রাল জোন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো সাব্বির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, মার্স ফিড লিমিটেড।

89571935_207252253688246_3962986939862220800_n
সভাপতিত্ব করেন এ কে এম কাওছার আলম, এস ভিপি, উত্তরা শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ধন্যবাদান্তে মো নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ ।

89356038_190190475579110_4471198668967378944_n
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানীতে কর্মরত কর্মকর্তা গন, অন্যান্য অতিথি বৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

89598340_194207275221190_8698306800245538816_n
এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ দেশের প্রাণিসম্পদের উন্নয়নে উন্নতমানের প্রাণিখাদ্য উৎপাদন করে যাচ্ছে।

ফার্মসএন্ডফার্মার/০৮মার্চ২০