ওয়াপসা-বাংলাদেশ শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

380

সভা

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্সস এসোসিয়েশন (ওয়াপসা ) বাংলাদেশ শাখার বার্ষিক সাধারন সভা-১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর রাওয়া কনভেনশন হলে এ সাধারন সভা শুরু হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভপতি আবু লুতফি ফজলে করিম খান । কোষাধাক্ষ্য ডা এসএম এফবি আব্দুস সবুর সংগঠনের আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন। ১১ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার হতে আয় ও ব্যায়ের সম্পূর্ণ হিসাব উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারন সম্পাদক ডা. মো আলী ঈমাম, সিনিয়র সহ-সভাপতি , কাজী জাহিন হাসান, সহ সভাপতি , মো সিরাজুল হক, মো তাসলিম উল আলম, ড. নাথুরাম সরকার, ড. মো মকবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান ফয়েজ, কার্যনির্বাহী সদস্য ডা. সুবাস চন্দ্র দাস, ডা. এ বি এম খালেদুজ্জমান, ডা. মোহাম্মদ সাজেদুল করিম সরকার, ডা. শামিম আহমেদ, ডা. মো নুরুল ইসলাম শাওন, মোহাম্মদ তৌহিদ হোসেন, মোহাম্মদ গোলাম রাব্বানী, মোহাম্মদ তারিকুল সরকার, সাবেক সভাপতি শামছুল আরেফিন খালেদ, সাবেক সাধারন সম্পাদক মো মাহবুব হাসান, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর মহাসচিব ড. মো হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

মুক্ত আলোচনায় সদস্যবৃন্দ ব্রয়লার মাংসের চাহিদা , ডিমের গুণাগুণ সর্বমহলে ব্যাপক ভাবে তুলে ধরার আহ্বান জানান।

উল্লেখ্য উক্ত বার্ষিক সাধারন সভায় দেশের বিভিন্ন অঞ্চলের সাধারন সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা মণ্ডলী, গবেষক বৃন্দ, উদ্যোক্তবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ