কক্সবাজারে আরআরপি এগ্রো ফার্মসের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত

579

[metaslider id=”9041″]

কক্সবাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে আরআরপি এগ্রো ফার্মসের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ মার্চ সোমবার কক্সবাজার হোটেল সি-গাল এর পারাবার বল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিবেশক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Seong GI KIM Mark, ওভারসিজ বিজনেস ডিরেক্টর, কোমি ফার্ম ইন্টারন্যশনাল কোং লি., কোরিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরআরপি এগ্রো ফার্মস ও রফিক মেডিসিন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মো. মনিরুল আলম ও Daeho Co. Ltd. Korea এর সম্মানিত President Mr. Hyung-ho. Lee।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরপি এগ্রো ফার্মস ও রফিক মেডিসিন বাংলাদেশ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরআরপি এগ্রো ফার্মস ও রফিক মেডিসিন বাংলাদেশের ডিজিএম ডা. মো. মাহবুবুল আলম এবং সহযোগিতায় ছিলেন এজিএম ডা. মো. মনিরুজ্জামান।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলোয়াত করেন আরআরপি এগ্রো ফার্মস এর অ্যাকাউন্ট অফিসার মো. সোহেল রানা। এর পর ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে শুভেচ্ছাবাণী পাঠ করেন মো. মামুনুর রশিদ (রেইন)। তার পর কোম্পানির ওপর চমকপ্রদ একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরআরপি এগ্রো ফার্মস ও রফিক মেডিসিন বাংলাদেশের সম্মানিত পরিচালক মো. আজমল হোসেন।

অনুষ্ঠানে আগত সকল পরিবেশক অতিথি এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন এবং ভবিষ্যৎ এ ব্যবসা সম্প্রসারণের জন্য গৃহিত বিভিন্ন পদক্ষেপগুলি পরিবেশকদের সামনে উপস্থাপন করেন।

তিনি আরআরপি এগ্রো ফার্মস ও রফিক মেডিসিনের বিভিন্ন পণ্যের গুণগত মান বজায় রাখার বিষয়ে সবাইকে আস্বস্ত করেন এবং এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানান।

তিনি অতি আনন্দের সঙ্গে জানান, আরআরপির পণ্যবহরে নতুন সংযোজন হতে যাচ্ছে নিজস্ব ফিড মিল থেকে উৎপাদিত ভাসমান ফিস ফিড যাহা স্বর্ণ ও পূর্ণ ব্রান্ডে বাজারজাত করা হবে। পোল্ট্রি খামারীদের মতো মৎস খামারীদেরও আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

স্বাগত বক্তব্যের পরে শুরু হয় পরিবেশক মতামত, এ পর্যায়ে পরিবেশকদের মধ্যে বক্তব্য রাখেন মো, ওসমান মিয়া-স্বত্বাধিকারী-ভাই ভাই পোল্ট্রি ফিড, কুন্দারপাড়া, নরসিংদী, মো. আশরাফুল ইসলাম স্বত্বাধিকারী অনু মেডিসিন কর্নার, সাভার, মো. আখতারুজ্জামান সোহেল-স্বত্বাধিকারী-চৈতী এন্ড ব্রাদার্স পোল্ট্রি, সিংগাইর, মানিকগঞ্জ। মোছা. আনার কলি, স্বত্বাধিকারী ভাই ভাই পোল্ট্রি, ত্রিশাল,ময়মনসিংহ। মো. ওমর ফারুক মিঞা-স্বত্বাধিকারী- আল-আমিন এন্টারপ্রাইজ, শাহ্প্রতাব, নরসিংদী।

এর পরে বক্তব্য দেন শেখ ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল হালিম ও ডা. মো. রাফিজুল ইসলাম এমডি ইনভেটিভ এগ্রো এইড। এর পরে বিশেষ অতিথি, প্রধান অতিথির বক্তব্যের পর জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণের পরে অনুষ্ঠানের সভাপতি আরআরপি এগ্রো ফার্মস ও রফিক মেডিসিন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন। সবশেষে দুপুরের খাবারের আমন্ত্রণ জানিয়ে ১ম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

দুপুরের খাবারের পরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করা হয়। দ্বিতীয় পর্বের মূল আর্কষণ ছিল র‌্যাফেল ড্র । এই র‌্যাফেল ড্র পরিচালনা করেন আরআরপি এগ্রো ফার্মসের সম্মানিত চেয়ারম্যান স্যারের সুযোগ্য পুত্র মো. মামুনুর রশিদ (রেইন) এবং তাকে সহযোগিতা করেন কোম্পানির সেলস্ ম্যানেজার মো. মহিদুল ইসলাম, অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার মো. শামীম কবির, মো. নূর আলম দিপু এবং মো. জহিরুল হক। সবার অংশগ্রহণে আর্কষনীয় এই র‌্যাফেল ড্রতে মোট ২০টি পুরস্কার ছিল।

এছাড়াও সকল পরিবেশক ও আগত সকলের জন্য ছিল আর্কষনীয় গিফট। সন্ধ্যায় জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন