কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস প্রতিরোধে যা করবেন

604

কবুতর
অনেকেই শখের বসে আবার কেউ বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন করে থাকেন। কবুতর পালনে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যার মধ্যে কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস রোগ অন্যতম। আসুন জেনে নেই কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে-

কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয়:

এডিনো ভাইরাস দ্বারা আক্রান্তের লক্ষণ:

খুব ঘন ঘন বমি করতে দেখা যায়।
ডায়রিয়া হয়ে থাকে।
পায়রার শারীরিক আবস্থা খারাপ হয়।
প্রথম সপ্তাহে এর লক্ষন প্রকাশ হয় খামারে।
মৃত্যু হার বেশি না।
অনেক ক্ষেত্রে একই সমস্যা যা e-coli সংক্রমণ প্রদর্শিত হবে।
বাচ্চার বৃদ্ধি দেরি হয়।
হঠাৎ Nestlings মৃত্যু।
খুব কম বা শূন্য দৈহিক কর্মক্ষমতা।
হরিদ্রাভ, সবুজাভ বা হলুদ পায়খানা করে।
শরীর শুকিয়ে যাওয়ার প্রবনতা দেখা যায়।

এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয়:

১। কবুতরের স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে এবং কবুতর ঠাসাঠাসি করে রাখা যাবে না।

২। একটি ভাল মৌলিক স্বাস্থ্যবিধি মাধ্যমে কবুতরের রোগের সংক্রমণ এর প্রধান কারণ স্ট্রেস বা চাপ কম থাকে তা নিশ্চিত করতে হবে।

৩। ভাল মানের খাদ্য ও ভিটামিন প্রদান করতে হবে।

৪। অন্ত্রের উদ্ভিদকুল বা পারাসাইট সর্বোত্তম অবস্থায় নির্মূল নিশ্চিত করতে হবে।

৫। নিয়মিত বিশুদ্ধ পানি খাওয়াতে হবে।

৬। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিষেধক ওষুধ খাওয়াতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২০জানু২০২০