চলমান করোনা (কোভিড-১৯) মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় অন্যান্য খাতের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষি, খামারি এবং উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি মোকাবিলায় ঋণ বিতরণে জেলা ও উপজেলায় বিদ্যমান কৃষিঋণ কমিটিকে সম্পৃক্ত করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষি, খামারি ও উদ্যোক্তাগণ উক্ত ঋণ পাবেন এবং সরকার এজন্য একটি মানদন্ড নির্ধারণ করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক/খামারী/সুফলভোগী নির্বাচনের জন্য মানদন্ড বা বৈশিষ্টগুলো নিম্নে দেয়া হলো:
ডেইরী খামারী
খামারীর ০২-২০টি প্রাপ্ত বয়স্ক গাভী থাকবে।
আয়ের ৩০% অর্থ দুধ বিক্রি থেকে আসবে।
প্রতি গাভী কমপক্ষে দৈনিক ৫ লিটার দুধ দিবে এবং উন্নত ক্রস ব্রীড গাভী পালনকারী অগ্রাধিকারপাৰে।
DLS রেজিষ্ট্রেশন সম্পন্ন খামারী অগ্রাধিকার পাবে।
রেজিষ্টার্ড মহিলা খামারী ২৫% সুবিধা পাবে।
খামারের বয়স কমপক্ষে ২৪ মাস হতে হবে।
একজন খামারী একের অধিক সুবিধা পাবে না।
সোনালী মুরগীর খামারী
খামারীর ১০০-৫০০ বা অধিক মুরগী থাকতে হবে।
আয়ের ৩০% সোনালী মুরগী থেকে আসতে হবে।
রেজিষ্টার্ড মহিলা খামারী ২৫% সুবিধা পাবে।
খামারের বয়স কমপক্ষে ২৪ মাস হতে হবে।
একজন খামারী একের অধিক সুবিধা পাবে না।
ব্রয়লার খামারী
খামারীর ৫০০-২০০০ বা অধিক ব্রয়লার থাকতে হবে।
আয়ের ৩০% ব্রয়লার মুরগী থেকে আসবে।
রেজিষ্টার্ড মহিলা খামারী ২৫% সুবিধা পাবে।
খামারের বয়স কমপক্ষে ২৪ মাস হতে হবে।
একজন খামারী একেরঅধিক সুবিধা পাবে না।
লেয়ার মুরগীর খামারী
২০০-১০০০ বা অধিক মুরগী থাকতে হবে।
আয়ের ৩০% লেয়ার মুরগী থেকে আসবে।
রেজিষ্টার্ড মহিলা খামারী ২৫% সুবিধা পাবে।
খামারের বয়স কমপক্ষে ২৪ মাস হতে হবে।
একজন খামারী একের অধিক সুবিধা পাবে না ।
হাঁস খামারী
৩০০-৫০০ বা অধিক হাঁস থাকতে হবে।
আয়ের ৩০% হাসের খামার থেকে আসবে।
রেজিষ্টার্ড মহিলা খামারী ২৫% সুবিধা পাবে।
খামারের বয়স কমপক্ষে ২৪ মাস হতে হবে।।
একজন খামারী একের অধিক সুবিধা পাবে না।
বি. দ্র.
১. কোন খামারীর উপরোক্ত প্যাকেজের বৈশিষ্টসমূহ না থাকিলে তার আবেদন করার প্রয়োজন নাই।
২. কোন খামারী একের অধিক প্যাকেজে আবেদন করতে পারবে না, যদি কেহ করে তবে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
সূত্র: agrinews24
ফার্মসএন্ডফার্মার/২৭আগস্ট২০