কলা গাছের কান্ডে চারা উৎপাদন কৌশল

1094

কলা গাছের কান্ডে চারা উৎপাদন কৌশল সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আমাদের দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ লোকজনই কৃষি কাজের সাথে জড়িত। কৃষি কাজ করতে গিয়ে অনেক সময় কৃষকদের বিভিন্ন প্রকার ফসলের চারা উৎপাদন করার প্রয়োজন পড়ে। চারা উৎপাদনের জন্য কৃষকেরা আদি যুগের চারা উৎপাদন পদ্ধতিই ব্যবহার করে থাকেন। তবে বিভিন্ন উপায়ে ফসলের চারা উৎপাদন করা যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলা গাছের কান্ডে চারা উৎপাদন। আসুন জেনে নেই কলা গাছের কান্ডে চারা উৎপাদনের কৌশল সম্পর্কে-

কলা গাছের কান্ডে চারা উৎপাদন কৌশলঃ

১। কলা গাছের কান্ডে চারা উৎপাদন করতে চাইলে প্রথমে কলা গাছের কান্ড সংগ্রহ করতে হবে।

২। কলা গাছের কান্ড সংগ্রহের পর তা নির্দিষ্ট আকার অনুযায়ী অথবা যে জায়গায় কান্ড স্থাপন করা হবে সে জায়গার মাপ অনুযায়ী কেটে নিতে হবে।

৩। এবার কলা গাছের কান্ড রাখার স্থানে সারিবদ্ধভাবে কলা গাছের কান্ডগুলো রাখতে হবে। জায়গা কম থাকলে একটির উপর আরেকটি বিশেষ কৌশলে সাজাতে হবে।

৪। এরপর কলা গাছের কান্ডগুলোর মাঝখানের ফাঁকা জায়গাগুলি মাটি দিয়ে ভরাট করে দিতে হবে।

৫। এরপর চারা গাছের ধরণ অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব পর পর ছিদ্র করতে হবে।

৬। এবার ছিদ্রগুলো চারা উৎপাদনের উপযুক্ত মাটি দিয়ে ভরাট করতে হবে।

৭। এরপর মাটিদ্বারা ভরাটকৃত জায়গায় বীজ বপণ করতে হবে।

৮। চারা ক্ষেতে রোপণের উপযোগী হয়ে এলে কান্ড থেকে সতর্কতার সাথে তুলে নিয়ে জমিতে লাগাতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৩আগস্ট২০