কাঁঠালের মুচি ঝরা রোধ ও ভাল ফলন পাওয়ার উপায়

574

কাঁঠালের ভাল ফলন পাওয়ার প্রধান অন্তরায় হলো কাঁঠালের মুচি ঝরা রোধ করা। এর জন্য নিয়মিত পানি সেচ দিতে হবে, সার ও রোগ ও পোকার হাত থেকে গাছে রক্ষা করতে হবে।

ফল হওয়ার পর গাছ প্রতি ২৫০ গ্রাম ইউরিয়া, ২৫০ গ্রাম টিএসপি এবং ২০০ গ্রাম এমওপি সার দুপুর বেলা গাছের ছায়া যতটুকু স্থানে পড়ে সেটুকু স্থানে মাটি কুপিয়ে আলগা করে সার প্রয়োগ করে সেচ দিতে হবে।

মেনকোজেব (৬৪%) + মেটালেক্সিল (৮%) মেটারিল বা নিউবেন বা নাজাহ বা সিমল্যান্ড বা নিউবেন বা রিডোমিল গোল্ড এর যে কোন একটি ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।

ফার্মসএন্ডফার্মার/ ০৮ এপ্রিল ২০২১