কাঁঠালের মুচি পচা রোগ

569

88125263_1385044051668566_1859580797464346624_n

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : প্রথমে ফলের/ মুচির গায়ে বাদামি দাগ হয় তারপর আস্তে আস্তে কালচে হয়ে পচে যায় । পচা অংশে অনেক সময় ছত্রাকের সাদা মাইসেলিয়াম দেখা যায়।বৃষ্টি ও ঝড়ো বাতাসে এ রোগ বাড়ে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায়

ব্যবস্থাপনা :

ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক (ডায়থেন এম-৪৫/ইন্ডোফিল এম-৪ প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম মিশিয়ে) অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন-এমকোজিম ২০ গ্রাম) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন।

পূর্ব-প্রস্তুতি :

ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোঁটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন ।পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দিয়ে পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।নিয়মিত বাগান পরিদর্শন করুন।গোঁড়ায় ধরা কাঁঠাল যাতে মাটির স্পর্শ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্যান্য :

আক্রান্ত মুচি ও ফল সংগ্রহ করে পুড়ে ফেলা বা মাটি পুতে ফেলুন। ফল বেশি ঘন থাকলে পাতলা করে দিন।

ফার্মসএন্ডফার্মার/২৮ফেব্রু২০