কাজী এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কাজী আবু সাঈদ এর চায়না সফর

711

k

কাজী এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কাজী আবু সাঈদ এক ব্যবসায়িক সফরে চায়না যান। চায়নার বেইজিং শহরে অবস্থিত New China International Exhibition Center-এ অনুষ্ঠিত Trade show এবং China National Convention Center – এ অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত ২ সেপ্টেম্বর, ২০১৬ইং এ বাংলাদেশ ত্যাগ করেন। ডাঃ কাজী আবু সাঈদ গত (৫-৯) সেপ্টেম্বর, ২০১৬ইং তারিখে অনুষ্ঠিত WPC-2016 XXV WORLD’S POULTRY CONGRESS এ অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনের আয়োজন করেছিলেন THE CHINA BRANCH OF THE  WORLD’S POULTRY SCIENCE ASSOCIATION (WPSA-CN) এবং THE CHINESE ASSOCIATION OF ANIMAL SCIENCE AND VETERINARY MEDICINE (CAAV) যার প্রতিপাদ্য বিষয় ছিল, বিভিন্ন প্রতিকূলতা এবং অস্বস্থিকর পরিস্থিতি মোকাবেলা করে পোল্ট্রি পণ্যের উন্নয়ন এবং গুণগত মান নিশ্চিত করা সেই সাথে কিভাবে বিজ্ঞান সম্মত এবং অত্যাধুনিক পদ্ধতিতে সারাবিশ্বে পোল্ট্রি শিল্পের উন্নয়ন সম্ভব। এছাড়াও তিনি VIV-TRADE SHOW তে অংশগ্রহণ করেন। VIV এর প্রতিপাদ্য বিষয় ছিল – FEED TO MEAT অর্থাৎ কিভাবে সঠিক এবং সহজ উপায়ে Feet to Meat এর চাহিদার যোগান দেওয়া সম্ভব বিদ্যমান প্রাণিজ প্রোটিনের মাধ্যমে। উল্লেখ্য যে, ডাঃ কাজী আবু সাঈদ GREAT WALL OF CHINA এবং বেইজিং এর উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান Forbidden City, Parliament Building, Sumner Palace, Olympic Ground পরিদর্শন শেষে গত ৯ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে বাংলাদেশে ফিরে আসেন।