কাজী এগ্রো লিমিটেডের সদস্যদের ইউরোপ সফর

335

কাজী এগ্রো

কাজী এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আবু সাঈদ এবং বিজনেস ম্যানেজার কৃষিবিদ তারিকুল ইসলামসহ চারজন ইউরোপ সফর করেন।

গত ২ ডিসেম্বরে Dr.Eckel-এর আমন্ত্রণে জার্মান যাওয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

তাদের সফরসঙ্গী অন্য দুজন হলেন- মো. সাইফুল ইসলাম সেলিম (ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার ফিস অ্যান্ড পোল্ট্রি ফিড লিমিটেড ) এবং ডা. দেবাংশু বিকাশ ভৌমিক (ডাইরেক্টর, আগাতা ফিড মিলস্ লিমিটেড)।

তারা ৪ ডিসেম্বর Dr.Eckel এর উৎপাদন অঞ্চল পরিদর্শন করেন এবং *Antaphyt-Advantages of Phytogenics in poultry feed’ নামে একটি উৎপাদন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

2

এছাড়াও তারা Bunker of Hitler’s, Werheim Village- Germany. Zurich, Swiss Intelaken, Grindelwald- Switzerland. Jungfrau -The Top of Europe এবং Famous Eiffel Tower in France পরিদর্শন শেষে ১৪ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসেন।

পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন