কাজী এগ্রো লি. ও Dr. Eckel এর অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

461

20525681_10212067469836281_

কাজী এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আবু সাঈদ, Dr. Antje Eckel (CEO, Dr. Eckel) এর সঙ্গে সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ২৪ জুলাই জার্মানি সফরে যান।

জার্মাানির ফ্রাংফুটের হোটেল সে সাভিংয়ে (Hotel Saving) সভা অনুাষ্ঠিত হয়। সফরসঙ্গী ছিলেন কৃষিবিদ তারিকুল ইসলাম।

সভায় ২০১৭ সালের অর্ধবার্ষিক সফলতা এবং চলতি বছর নিয়ে পর্যালোচনা করা হয়। তারা ৪ আগস্ট জার্মাানির ফ্রাংফুট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম