কাঠের ছাই ও লেবুর রস দিয়ে জৈব কীটনাশক তৈরি

922

প্রাচীনকাল থেকেই মানুষ কাঠের ছাই সার হিসাবে ব্যবহার করে আসছে। মাটির জন্য কাঠের ছাই একটি ভাল পটাশ এবং ফসফরাস সার। পটাশিয়াম এবং ফসফরাস ছাড়াও ছাইতে পাওয়া যায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার এবং দস্তা উপাদান। ছাই ভাল একটি জৈব কীটনাশক হিসাবেও কাজ করে।

উপকরণ:

কাঠের ছাই : ৫০ গ্রাম।
লেবুর রস : ৫০ মিলি।
পানি : ১ লিটার।

তৈরির নিয়ম:

প্রথমে কাঠের ছাই ভাল করে চালনি দিয়ে চেলে ৫০ গ্রাম নিতে হবে। প্রয়োজনে কাঠ কয়লা গুরা করে নিয়ে চেলে নেওয়া যাবে।
এক লিটার পানির মধ্যে ৫০ গ্রাম ছাই ও ৫০ মিলি লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে একটি কাপড় দিয়ে কয়েক বার মিশ্রনটি ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া মিশ্রনটি স্প্রেয়ারে ভরে ব্যবহার করা যাবে।

প্রয়োগের নিয়ম:

গাছের পাতার উপর পিঠ ও নিচের পিঠ ভাল করে ভিজিয়ে দিতে হবে।

কার্যকারিতা:

গাছের বিটল পোকা ও জাবপোকা বা এফিড পোকা দমনে এটা কার্যকর।

লেখকঃ মো : মাহফুজুর রহমান।

ফার্মসএন্ডফার্মার/২৯মে২০