হাঁসকে প্রধানত মুক্ত অবস্থায়, আধাছাড়া অবস্থায় এবং ফার্মে আবদ্ধ অবস্থায় পালন করা যায়। গ্রামাঞ্চলে প্রধানত মুক্ত অবস্থায় হাঁস পালন করা হয়। মূলত পুরুষ হাঁসের চেয়ে ডিম পাড়া হাঁসের কদর অনেক বেশি।
তাই জেনে নিন ডিম পাড়া হাঁস পালনের নিয়ম-
হাঁসের ঘরহাঁস সারা দিন পুকুর, নালা, ডোবার পানিতে সাঁতার কাটে। রাতে বাসায় ফিরে আসে। সে জন্য হাঁসের ঘর প্রয়োজন। সে ক্ষেত্রে ১২ ফুট লম্বা ও ৬ ফুট প্রস্থ ঘরে ৫০-৬০টি হাঁস পালন সম্ভব।
হাঁসের খাবারহাঁস মোটামুটি সব খাবারই হজম করতে পারে। তাই এর খাদ্য নিয়ে তেমন সমস্যা হয় না। উপাদান হিসেবে প্রতিটি হাঁসের জন্য গম বা ভুট্টা ভাঙা ৪৫ গ্রাম, চাউলের কুঁড়া ১২ গ্রাম, খৈল ( চিনাবাদাম, তিল) ১২ গ্রাম, শুঁটকি মাছের গুঁড়া ১০ গ্রাম, গমের ভূষি ১৫ গ্রাম, হাড়ের গুঁড়া ৫ গ্রাম, লবণ ০.৫ গ্রাম এবং খনিজ মিশ্রণ ০.৫ গ্রাম।
উল্লেখিত খাবারের উপাদান পরিমাণমতো নিয়মিত খাওয়ালে ডিম পাড়া হাঁস পালন আপনার জন্য লাভজনক হিসেবে বিবেচিত হবে।
ফার্মসএন্ডফার্মার/২৪নভেম্বর২০২০