কিভাবে বুঝবেন গাভীর বাছুর প্রসব করার সময় হয়েছে?

1313

অনেক সময়, বিশেষ করে যারা নতুন খামারী তারা গাভী ঠিক কখন বাচ্চা দিবে বা কখন প্রসব বেদনা উঠে এটা বুঝতে পারেন না। তাদের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা।
তাহলে চলুন জনে নেই গর্ভবতী গাভীর প্রসব বেদনার লক্ষণগুলি-

১. গাভী বারবার উঠা বসা করবে।

২. গাভীর মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে ও ঠিকমত খেতে চাবে না।

৩. গাভীর ওলান ফুলে উঠে আকার বাড়তে থাকে; লেজের গোড়ার দুপাশে গর্তের মত আকার স্পষ্ট হয়।

৪. যোনীমুখ দিয়ে সাদা তরল আঠালো পদার্থ বের হতে দেখা যাবে।

৫. যোনীমুখ বড় হয়ে ঝুলে যাবে এবং নরম ও ফোলা ফোলা হয়ে যাবে।

৬. যোনী পথ দিয়ে পানির থলি বেরিয়ে আসবে।

৭. গাভীর যোনী পথ দিয়ে বাছুরের সামনের দুই পা ও মুখ এক সঙ্গে বেরিয়ে আসবে।

এসব লক্ষণ গুলি দেখেই আমরা বুঝতে পারবো যে গাভীর বাছুর প্রসব করার সময় হয়েছে এবং এজন্য পরবর্তী প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১১মে২০