কুমিল্লায় আঞ্চলিক পর্যায়ে কৃষি আবহাওয়া তথ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ

311

SAM_1244

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের আয়োজনে, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প এর অর্থায়নে, ৯ মে অতিরিক্ত পরিচালকের সভাকক্ষে, কুমিল্লা অঞ্চল পর্যায়ের, কর্মকর্তাদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষি প্রধান আমাদের এ বাংলাদেশ আজ কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছে। কৃষিবান্ধব সরকারের টেকসই পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের মাধ্যমে, অনাবৃষ্টি, শিলাবৃদ্ধি, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য সংগ্রহ করে, ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের মাধ্যমে কৃষি উৎপাদনের কার্যক্রম অব্যাহত রাখাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কৃষিবিদ মো. জাহেদুল হক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল। তিনি বলেন- কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তি গ্রহণ করে বাংলাদেশের কৃষক সফলতা অর্জন করেছে। আমাদের সকল কৃষক প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে যেন কৃষি উৎপাদনে অনন্য ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কৃষকদের সঠিক সময়ে অবহিত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল; কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন- মো. ইব্রাহিম খলিল, সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট, ডিএই, ঢাকা; মো. হাসান ইমাম, টেকনিক্যাল অফিসার, ডিএই, ঢাকা।

সংবাদদাতা: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন