কুমিল্লায় করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

397

কুমিল্লায় ‘করোনাভাইরাস মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অধিক ফসল উৎপাদন করা যায় তা বাস্তবায়নের জন্য কৃষকদেরকে অবহিত করা প্রশিক্ষণের উদ্দেশ্যে।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ ভূজ্ঞা, বিশেষ অতিথির বক্তব্য দেন- কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুরজিত চন্দ্র দত্ত।

কুমিল্লা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও কৃতসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন মিজির সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুলহক, ডিএই, এবং গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রধানগণ।

ফার্মসএন্ডফার্মার/১১জুন২০