কুমিল্লায় কৃষক সংগঠনের মেনটরিং ও ফলোআপ বিষয়ক কর্মশালা

345

কুমিল্লা

সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি), এজিইপি, কুমিল্লা অঞ্চল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার আয়োজনে ৫ মার্চ অতিরিক্ত পরিচালক, ডিএই’র সম্মেলন কক্ষে দিনব্যাপী কৃষক সংগঠনের মেনটরিং ও ফলোআপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালি, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার, সুনামগঞ্জ, মৌলভিবাজার, সিলেট, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ মোট ৬০ (ষাট) জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মাঠ পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম, আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাস্তবায়নের জন্য কৃষক-কৃষাণীদের আরো দক্ষতা বাড়িয়ে দেশে খাদ্য ও পুষ্টির চাহিদা মিটানো এ কর্মশালার উদ্দেশ্য।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মো. জাহেদুল হক। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সে লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে অধিক ফল উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তির পরামর্শ অব্যাহত রাখছে। সরকারের সুপরিকল্পনায় বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছে। এ অর্জনকে আরো গতিশীল রাখার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, উপপরিচালক, ডিএই, কুমিল্লা, ড. খালেদ কামাল।

স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মো. রবিউল হক মজুমদার, আরআইসিও, আইএফএমসি প্রকল্প। টেকনিক্যাল সেসন পরিচালনা করেন-কৃষিবিদ মো. আতিকুল ইসলাম মজুমদার, এসএমএস, আইএফএমসি প্রকল্প।

সংবাদাতা: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

Rafid-Feed-300x100

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন