কুমিল্লায় কৃষিবিষয়ক আঞ্চলিক বিভাগীয় মাসিক সভা

70

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চলের আয়োজনে, ২০/১১/২০২৩ তারিখে  আঞ্চলিক বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সভায় সভাপতিত্ত্ব করেন ডিএই, ক্রপ্স উইং এর পরিচালক ড. মোহিত কুমার দে। তিনি বলেন, আমাদের অর্থনীতির অ‌ন‌্যতম মাধ‌্যম হলো কৃষি। এ কৃষি এখন আধুনিকতার ছোঁয়ায় সমৃদ্ধির পথে। কৃষি এখন লাভজনক পেশায় রূপ নিয়েছে। দেশের অসংখ‌্য শিক্ষিত নারী-পুরুষ কৃষি কাজকে পেশা হিসেবে নিয়েছেন। কৃষির  এ অগ্রযাত্রাকে অব‌্যাহত রাখার জন‌্য পরিবেশের ক্ষতি না করে কৃষি পণ‌্য উৎপাদন হবে সময়োপযোগী কাজ। কারন মানুষের স্বাস্থ‌্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ফসল উৎপাদন নিশ্চিত করতে হবে। কীটনাশকের ব‌্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতিতে ক্ষতিকর পোকা দমন, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব‌্যবহার, জমি চাষ, ফসলের চারা ও বীজ রোপন, পরিচর্যা এবং ফসল সংগ্রহ যান্ত্রিকীকরণের মাধ‌্যমে করার ফলে উৎপাদন খরচ কমে যায়। কৃষিকে বানিজ‌্যিক কৃষিতে নেয়ার জন‌্য আমাদের টেকসই পরিকল্পনা মাঠ পর্যায়ে বিস্তার করতে হবে। সে সাথে ফসলের উচ্চ ফলনশীল নতুন জাত চাষ করার জন‌্য কৃষকদের উৎসাহিত করতে হবে। এ সময় উপস্থিত থেকে কৃষি কার্যক্রমের অগ্রগতি ও লক্ষমাত্রা নিয়ে বক্তব‌্য রাখেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাঞ্ছারামপুর এর অধ‌্যক্ষ কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন; ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক, কৃষিবিদ আইউব মাহমুদ ; হর্টিকালচার সেন্টার, কুমিল্লার উপপরিচালক, কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন; ডিএই, কুমিল্লা অঞ্চলের সংস্থাপন ও উন্নয়ন শাখার উপপরিচালক, কৃষিবিদ শাহনাজ রহমান; ডিএই, চাঁদপুর জেলার উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী; ডিএই, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক, কৃষিবিদ সুশান্ত সাহা; কুমিল্লা জেলার বীজ প্রত‌্যয়ন অফিসার, কৃষিবিদ মোঃ এহতে সাম রাসুলে হায়দার।