কুমিল্লায় কৃষি তথ্য সার্ভিস এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

116

কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ (এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষির বিস্তার’’ শীর্ষক কর্মসূচির আওতায়, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার আয়োজনে ১৩/০৬/২০২৩ তারিখে কুমিল্লা লালমাই উপজেলার, আলিশ্বর এআইসিসি ক্লাবের কৃষক কৃষাণীগণের সমন্বয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মোঃ মুশিউল ইসলাম উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি অফিসার, লালমাই, কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ জিয়াউল করিম, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, লালমাই , কুমিল্লা। উঠান বৈঠকে বক্তারা বলেন, সরকারের টেকসই পরিকল্পনা মুলক কৃষি নীতি বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ কৃষিতে সয়ংসম্পূর্ণ। কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার এর মধ্যে উল্লেখযোগ্য। বাংলাদেশের বিপুল পরিমান মানুষ তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহন করে বানিজ্যিক কৃষিতে সফল হয়েছেন। যার ফলে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বের মধ্যে কৃষি ক্ষেত্রে এখন বাংলাদেশের অবস্থান ১০ম স্থানে। এর মধ্যে ২২ টি কৃষিপণ্য স্থান পেয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহার কৃষি কাজের মধ্যে অব্যাহত থাকলে কৃষি সমৃদ্ধিতে বাংলাদেশ আরো কয়েক ধাপ এগিয়ে যাবে।