কুমিল্লায় কৃষি প্রযুক্তির গ্রহণযোগ্যতার উপর আঞ্চলিক কর্মশালা

149

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী বলেন, বিশ্ব পরিস্থিতির সাথে টিকে থাকার জন্য আধুনিক কৃষি প্রযুক্তি বাস্তবায়ন এখন সময়ের দাবি। বাংলাদেশের কৃষক এখন অনেকটা অগ্রগামী। আধুনিক প্রযুক্তি, ফসলের নতুন জাত, কৃষিতে যান্ত্রিকীকরণ সব কিছুতেই কৃষকরা এগিয়ে আসছে। যার ফলে কৃষিতে বাংলাদেশের অবস্থায় এখন বহুগুণে এগিয়ে আছে। কৃষি বান্ধব সরকারের বিভিন্ন টেকসই পরিকল্পনা বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ খাদ্যে সয়ং সম্পূর্ণ। আমাদের দেশের বিভিন্ন সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা হচ্ছে।

তিনি আরো বলেন, ভবিষ্যত প্রজন্মকে মেধাবী জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে নিরাপদ খাদ্যে উৎপাদনের প্রতি আরো সচেতন হতে হবে। ডিএই এবং কৃষি গবেষাণা কাউন্সিল এর আয়োজনে, ডিএই, কুমিল্লার উপপরিচালকের হল রুমে ৮/৫/২০২৩ তারিখে, কৃষি গবেষণা ফাউন্ডেশন, ফার্মগেট ঢাকা এর আর্থিক সহযোগীতায় কৃষি প্রযুক্তির গ্রহণযোগিতার উপর আঞ্চলিক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কুমিল্লা অঞ্চলের উৎপাদন প্রযুক্তি ও অগ্রগতি সম্পর্কে বক্ত‌ব‌্য উপস্থাপন করেন, ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ ড. মোহিত কুমার দে। কৃষি প্রযুক্তির গ্রহণযোগ্যতার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান; কৃষিবিদ ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী; কৃষিবিদ সুশান্ত সাহা। কৃষি প্রযুক্তির গ্রহণযোগ্যতার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন , কৃষি গবেষণা ফাউন্ডেশন এর প্যানেল মেম্বার, ড. মোঃ আব্দুছ সালাম; ড. রহিম উদ্দিন আহমেদ; ড. নুরুল ইসলাম ভূইয়া। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের গবেষণা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিএডিসি প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃষক প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধিগণ এবং কৃষি যন্ত্রপাতি বিক্রেতাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ড. সুরাইয়া ফারভিন, কৃষি গবেষাণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা।