কুমিল্লায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা সমূহের মাসিক সমন্বয় সভা

453

comilla-660x330

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার আয়োজনে ১১ জুলাই উপপরিচালকের কার্যালয়ে, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা সমূহের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা নিরাপত্তা নিশ্চিত করে কৃষি কার্যক্রমকে আধুনিক উপায়ে আরো অধিক সমৃদ্ধিতে এগিয়ে নেয়া এ সভার উদ্দেশ্য।

মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ত্ব করেন-কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থা সমূহের নিরলস প্রচেষ্টায় কৃষিবান্ধব সরকারের টেকসই পরিকল্পনাগুলোকে কৃষকের কাছে পৌঁছে দেয়ায় দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। এ ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা সকলে আরো অগ্রগামী হয়ে কাজ করবো।

সভায় নিজ নিজ দপ্তর/সংস্থার বিগত দিনের কাজের অগ্রগতি নিয়ে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার প্রতিনিধি; বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউট কুমিল্লার প্রতিনিধি; বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা কুমিল্লার প্রতিনিধি; বীজ প্রত্যয়ন এজেঞ্জি কুমিল্লার প্রতিনিধি; ইদ্ভিদ সংগোনিরোধ কুমিল্লার প্রতিনিধি; কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, মো. আসিফ ইকবাল; বাংলাদেশ কৃষি কৃষি উন্নয়ন কর্পোরেশন কুমিল্লার প্রতিনিধি।

সংবাদ লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন