কুমিল্লায় তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

317

Keeping, the onion, price high is a fine of Tk 5,000, rtv online

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান জানান, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশনায় নগরের রাজগঞ্জ বাজারে পেঁয়াজের দাম নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করা হয়েছে।

তবে জনগনের স্বার্থে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মারুফ হাসান।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ