কুমিল্লায় দুই দিনব্যাপী প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থপনার উপর কর্মকর্তা প্রশিক্ষণ

441

কুমিল্লায় দুই দিনব্যাপী প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থপনার উপর কর্মকর্তা প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, ‘‘কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীত করণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায়, আঞ্চলিক কৃষিগবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লা এর আয়োজনে, বারি’র প্রশিক্ষণ হলে, বারি, কুমিল্লা; বিনা, কুমিল্লা; ও এফ আরডি, কুমিল্লা; এস আর ডি আই, কুমিল্লা এর বিজ্ঞানীগণের দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. মো. নাজিরুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা; ড. মো. মহিউদ্দিন চৌধুরী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, নোয়াখালী। সভাপতিত্ব করেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। স্বাগত বক্তব্য রাখেন-ড. মো. আলমগীর সিদ্দিকি, প্রকল্প পরিচালক, ‘‘কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীত করণ’’প্রকল্প, কুমিল্লা।


প্রশিক্ষক হিসেবে-ব্যক্তি শ্রেনী আয়কর রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ প্রদানকরেন- সাধন কুমার রায়, অতিরিক্ত কর কমিশনার, কুমিল্লা; ছুটি: ছুটির প্রকার ভেদ, ছুটি বিধিমালা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন- মো. মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পরিচালক, (চ.দা.) বারি, গাজীপুর; ভ্রমণ ভাতা বিধি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন- মো. শাহ আলম মৃধা, উপ-পরিচালক, বারি, গাজীপুর; Performance appraisal and ACR/SER writing বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন- শিশির কুমার মুন্সী, যুগ্ম পরিচালক, বার্ড, কুমিল্লা; সরকারি ক্রয় পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদানকরেন- মো. ফিরোজুর রহমান, উপ-পরিচালক (অ.দা.) বারি, গাজীপুর।

প্রসঙ্গত, আইনের যথাযথ ব্যবহার এবং আর্থিক স্বচ্চতার মধ্য দিয়ে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, দেশ ও জাতির নিশ্চিত কল্যাণ বয়ে আনতে পারে। প্রশাসনিক বিষয় ও অর্থনৈতিক ব্যবস্থপনার ব্যবহার টেকসই হলে যে কোন কার্যক্রম দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যায়। বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষি বিষয়ক নানা পরিকল্পনাকে বাস্তাবায়নের উদ্দেশ্যে, গবেষণা প্রতিষ্ঠানের কাজ গতিশীল করা প্রশিক্ষণের উদ্দেশ্য।

ফার্মসএন্ডফার্মার/১৯আগস্ট২০