কুমিল্লায় নানান আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯ পালিত

372

মৃত্তিকা

‘আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ’ এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে কুমিল্লায় মৃত্তিকা দিবস ২০১৯ পালিত হয়েছে।

এই উপলক্ষ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মো. জাালাল উদ্দিন এর নেতিৃত্বে বৃহস্পতিবার (৫ডিসেম্বর) কুমিল্লা টাউল হল মাঠ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মো. জাালাল উদ্দিন র‌্যালী শেষে মৃত্তিকার গুরুত্ব ও মৃত্তিকা দিবসের গুরুত্ব সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এসময় র‌্যালীতে অংশগ্রহন করেন- ড. মো. উযায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারি), কুমিল্লা; ড. মো. হায়দার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, কুমিল্লা; ড. মো. মনিরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কুমিল্লা; মো. নিগার হায়দার খান, উপপরিচালক, বীজ বিপনন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কুমিল্লা; ড. সিফাতে রাব্বানা খানম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, মাটি একটি প্রাকৃতিক সত্ত্বা। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষিজ পণ্য উৎপাদনের মূল ভিত্তি মাটি ক্রমান্বয়ে উর্বরা শক্তি হারিয়ে ক্ষতির সম্মুখিন হচ্ছে। এই মাটির যথাযথ পরিচর্যার ব্যাপারে আপাময় জনসাধারণসহ বিপুল সংখ্যক জনগন অনেকটা উদাসীন। তাই জাতিসংঘ কর্তৃক ২০১৫ সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ হিসাবে স্বীকৃতি দেয়া হয়। পরবর্তীতে প্রতিবছর ৫ই ডিসেম্বরকে সকল সদস্য দেশ ‘World Soil Day’ হিসাবে পালন করছে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য দেশ হিসাবে প্রতি বছর ৫ই ডিসেম্বর ঝাকঝমকভাবে উৎসবমুখর পরিবেশে এ দিবসটি উৎযাপন করছে।

এ বছর কৃষি মন্ত্রণালয়ের সরকারী প্রতিষ্ঠান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট; সয়েল সাইন্স সোসাইটি অফ বাংলাদেশ; এফএও; প্রাকটিক্যাল এ্যাকশন এর সহযোগীতায় কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় দিবসটি এ বছর উৎযাপন করা হয়।