কুমিল্লায় বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের প্রশিক্ষণ

87

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন, বিএডিসি, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে, ব্রি, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার হল রুমে মঙ্গলবার (২০ জুন) আউশ ও আমন ধানবীজ উৎপাদন কলা-কৌশল বিষয়ক চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মানসম্পন্ন বীজ উৎপাদন করে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাস্তবায়নের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাওয়া প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, ব্রি, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো: রফিকুল ইসলাম। কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন, বিএডিসি, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোঃ সোলায়মান তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, বিএডিসি কুমিল্লার যুগ্ম পরিচালক, কৃষিবিদ দেলাওয়ার হোসেন; বিএডিসি, কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মোঃ নিগার হায়দার খান; জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ এহতেসাম রাসুলে হায়দার; ব্রি, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশীদ; বিএডিসির সহকারী পরিচালক, মোঃ তাজউদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ জহিরুল ইসলাম, উপসহকারী পরিচালক, বিএডিসি, কুমিল্লা।