কুমিল্লায় বিটি বেগুনের উৎপাদন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

345

বেটি বেগুণ

কুমিল্লায় বিটি বেগুন চাষে কৃষকদের আগ্রহী করতে “ফিড দ্যা ফিউচার সাউথ এশিয়া এগপ্লান্ট ইমপ্রুভমেন্ট পার্টনারশিপ” এর অর্থায়নে, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (বারি) উদ্যেগে দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বারি’এর প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সব শ্রেণীর মানুষ যেন পুষ্টি চাহিদা পূরণের জন্য বিটি বেগুন চাষে আগ্রহী হয়, এ কার্যক্রমকে বাস্তবায়ন করাই প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণে ডিএই’র জেলা পর্যায়ের প্রশিক্ষণ অফিসার ও উপপরিচালকগণের প্রশিক্ষণে মোট ২২ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষিবিদ মো. আলী আহাম্মদ, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই), কুমিল্লা অঞ্চল।

সভাপতিত্ব করেন- ড. মো. ওবায়দল্লাহ কায়সার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. মো. জাহাঙ্গীর হোসেন, কান্ট্রি প্রোজেক্ট ডিরেক্টর, ফিড দ্যা ফিউচার বায়োটিস প্রোজেক্ট; কৃষিবিদ মো. নিগার হায়দার খান, যুগ্ম পরিচালক, বিএডিসি, কুমিল্লা। প্রশিক্ষক হিসেবে ছিলেন- ড. কামরুল হাসান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা; ড. আরফান হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ড. হাফিজুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বারি, কুমিল্লা।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ