কুমিল্লায় বিনাশূল্যে কৃষকের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

408

Untitled design (2)

বৃক্ষের অপর নাম জীবন। প্রতিটি মুহুর্তে আমরা বৃক্ষের উপর নির্ভরশীল । পরিবেশ বিজ্ঞানীদের তথ্য মতে একটি দেশের আয়তনের ২৫ ভাগ বনায়ন থাকা প্রয়োজন। তবে এ বনায়ন যদি ফলদ বৃক্ষের হয় তাহলে আরো উত্তম।  কারণ পুষ্টি বিজ্ঞানীদের তথ্য মতে একজন মানুষ সুস্থ্য থাকার জন্য দৈনিক ১১৫ গ্রাম ফল খেতে হবে। সিমীত উৎপাদনের কারণে আমরা খেতে পারছি মাত্র গড়ে ৪০-৪৫ গ্রাম।

তাছাড়া, গাছ মহামূল্যবান অক্সিজেন ত্যাগ করে শোষন করে নেয় পরিবেশ থেকে ক্ষতিকর কার্বনডাই অক্সইড।

কুমিল্লা জেলায় ফলের চাহিদা মিটিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা কর্তৃক আয়োজিত,  ফলদ বৃক্ষরোপণ পক্ষ-২০১৯ উপলক্ষে, ২০ জন কৃষক-কৃষাণী প্রতিজনকে, বিএআরআই উদ্ভাবিত উন্নত জাতের- বারি আম৩- ৩টি, বারি আম৪- ৪টি, বারি আম১১-২টি, বারি জামরুল১- ১টি, বারি লিচু৩-১টি, বারি মাল্টা১- ১টি, বারি পেয়ারা২-৪টি করে মোট ১৬টি চারা-কলম কৃষকের মাঝে বিনাশূল্যে বিতরণ করেন।

বিতরণের পূর্বে আধুনিক উপায়ে ফলের চারা রোপণ ও পরিচর্যা সম্পর্কে, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. ওবায়দুল্লাহ কায়ছার প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হায়দার হোসেন।

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/জাকির