কুমিল্লায় বিনা উদ্ভাবিত ডাল, তেল ও দানাজাতীয় ফসলের সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা

367

comilla

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে “এসআরএসডি’’ প্রকল্পের অর্থায়নে আয়োজিত বিনা উদ্ভাবিত ডাল, তেল এবং দানাজাতীয় ফসলের সম্প্রসারণযোগ্য জাতসমূহের ভূমিকা এবং নতুন শস্য বিন্যাস অন্তর্ভুক্তীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ নভেম্বর বিনা কুমিল্লা’র সভাকক্ষে এক দিনের এ কর্মশালার আয়োজন করা হয়েছিল।

কর্মশালায় কুমিল্লা অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ অন্যান্য ফসলে এগিয়ে থাকলেও ডাল, তেল এবং দানাজাতীয় ফসল উৎপাদনে পিছিয়ে আছে। এ লক্ষ্যে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নত বীজ সরবরাহ করে দেশে ডাল, তেল ও দানাজাতীয় ফসলের ঘাটতি পূরন করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-ড. বীরেশ কুমার গোস্বামী, মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ।

প্রধান অতিথি বলেন, বিনা উদ্ভাবিত ডাল, তেল এবং দানাজাতীয় ফসল চাষ করে অধিক ফলন ঘরে তোলা যায়। এসব জাত আধুনিক পদ্ধতিতে চাষাবাদ নিশ্চিত হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।

তিনি আরো বলেন, ধান চাষের পাশাপাশি অল্প এক টুকরো জমিতে ডাল, তেল এবং দানাজাতীয় ফসল চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা সহজেই মিটানো যায়। মেধা সমৃদ্ধ জাতি গঠনে এসব ফসল চাষে সকল শ্রেণির কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কর্মশালায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তাদের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোসা. সিফাতে রাব্বানা খানম, এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা।

কর্মশালা অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন- কৃষিবিদ মো. জাহেদুল হক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিনা উদ্ভাবিত ডাল, তেলবীজ ও উদ্যানতাত্তিক ফসলের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি ও নতুন শস্য বিন্যাস সম্পর্কে পাওয়ার প্রয়েন্ট উপস্থাপন করেন, ড. মো. আব্দুল মালেক, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উদ্ভিদ প্রজনন বিভাগ, ময়মনসিংহ; ড. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উদ্ভিদ প্রজনন বিভাগ, ময়মনসিংহ, তিনি উপস্থাপন করেন-বিনা উদ্ভাবিত দানাদার ফসলের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি; ড. মো. জাহাঙ্গীর আলম, পরিচালক, প্রশিক্ষণ ও পরিকল্পনা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ, তিনি উপস্থাপন করেন- এক নজরে বিনা উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য প্রযুক্তিসমূহের পরিচিতি; ড. মো. ইকরাম-উল-হক, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ, তিনি উপস্থপন করেন- ফসল উৎপাদনে সমন্বিত পুষ্টি ব্যবস্থপনা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন