মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা কার্যালয় কুমিল্লা এবং আঞ্চলিক গবেষণাগার, কুমিল্লা আয়োজিত সারা দেশের মতো কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) টাউন হল মাঠ থেকে শুরু করে শহরের কয়েকটি বিশেষ স্থানে র্যালি প্রদক্ষিণ করা হয়।
র্যালি শেষে বিশ্ব মৃত্তিকা দিবসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৭ এর প্রতিপাদ্য বিষয় হলো- ‘Caring for the planet starts from the ground’ কুমিল্লা।
র্যালি ও আলোচনা অনুষ্ঠানে নেতৃত্ব দেন মো. জালাল উদ্দীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা কার্যালয়, কুমিল্লা; ড. মো. মনিরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার, কুমিল্লা।
বিশ্ব মৃত্তিকা দিবসের গুরুত্ব সম্পর্কে মো. জালাল উদ্দীন বলেন, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে খাদ্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের মতো অপ্রতুল ভূমি সম্পদের ওপর অধিক জনসংখ্যার চাপ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বর্ধিত জনসংখার খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সবচেয়ে বেশি পড়ছে মৃত্তিকা সম্পদের ওপর। শিল্পের প্রসার, অবকাঠামো নির্মাণ, ইটের ভাটা তৈরি, অপরিকল্পিতভাবে গৃহনির্মাণ ও বসতবাড়ি তৈরির ফলে মৃত্তিকা সম্পদ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে সারা বিশ্বে ২০১৭ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালিত হচ্ছে। মাটি বাঁচলে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
র্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
জিআই স্বীকৃতি পেতে যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন