কুমিল্লা অঞ্চলের উপযোগী বারি উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

386

কুমিল্লা অঞ্চলের উপযোগী বারি উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক শীর্ষক জুম ফ্লাটফর্মে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কুমিল্লাকে, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায়, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), কুমিল্লা এর আয়োজনে, বিএআরআই এর সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জুম ফ্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুরের বিএআরআই’র মহাপরিচালক -ড. মোঃ নাজিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ ভূইয়া,

কর্মশালাটি সঞ্চালনা করেন সেশন চেয়ারম্যান হিসেবে পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. কামরুল হাসান। কর্মশালায় প্রকল্প এর পরিচিতি ও উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপনক করেন-ড. মো: আলমগীর সিদ্দিকী, প্রকল্প পরিচালক, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কুমিল্লাকে, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প।

প্রকল্পের আওতায় বিভিন্ন ফসলের উপযোগীতা যাচাই, পরীক্ষনের ফলাফল উপস্থাপন করেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই, কুমিল্লা; ড. মো. হায়দার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআইআই, কুমিল্লা; ড. মো. ফয়সাল, সরেজমিন গবেষণা বিভাগ, নোয়াখালী। জুম ফ্লাটফর্মে কৃষি বিষয়ক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন- কৃষিবিদ সুরজিত চন্দ্র দত্ত, উপপরিচালক, ডিএই, কুমিল্লা; কৃষিবিদ মো. রবিউল হক মজুমদার, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া। আরো উপস্থিত ছিলেন এবং কৃষি উৎপাদন নিয়ে বক্তব্য রাখেন- কৃষিবিদ মো. তারিক মাহামুদুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, কুমিল্লা; কৃষিবিদ মো. নিগার হায়দার খান, উপপরিচালক (বীজ বিপনন) বিএডিসি, কুমিল্লা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- বিএআরআই, কুমিল্লা এর বিজ্ঞানীগণ।

ফার্মসএন্ডফার্মার/২৬সেপ্টেম্বর২০