কুমিল্লা অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

348

ছবি

সোমবার (২৮ অক্টোবর) কুমিল্লায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) আঞ্চলিক কার্যালয়, মিয়ামী রিসোর্ট-২ এর সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা অঞ্চলে বোরো মৌসুমে বিভিন্ন ঘাত সহনশীল জাত ও জলবায়ু পরিবর্তনের দিক বিবেচনা করে ধানের জাত ও প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ধানের ফলন বৃদ্ধি করা যায় তার উপর বিশেষ আলোচনার মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে অধিক ধান উৎপাদনে উৎসাহিত করা কর্মশালার উদ্দেশ্য।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. তমালতা আদিত্য এর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(সম্প্রসারণ) সনৎ কুমার সাহা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ড. মো. আবদুল মোতালেব, পিএসও এবং প্রধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট , কুমিল্লা।

স্বাগত বক্তব্য রাখেন- ড. মো. মামুনুর রশিদ, এসএসও, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট , কুমিল্লা।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ, কৃষিবিদ শাহ্ মো. আকরামুল হক, সরেজমিন উইং, কৃষিবিদ কৃষ্ণ পদ হালদার প্রমুখ।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা কৃষি অফিসার, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, এনজিও র্কমকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহন করেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ