কুল চাষে লাখপতি

319

কুল চাষে লাখপতি হয়েছেন চট্টগ্রামের লোকমান আজাদ। আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় আপেল কুলের চাষ করে চমক দেখিয়েছেন তিনি। এ জাতের কুলের চাষ করে মাত্র ৭ মাসের মধ্যেই লাখ টাকা আয় হয়েছে তার। তার এই বাগান দেখতে প্রতিদিন অনেকেই আসছেন, তার কাছ থেকে নিচ্ছেন চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শ।

কুল বাগানের মালিক লোকমান আজাদ বলেন, প্রথমেই টেলিভিশনে একটি প্রতিবেদন দেখে কুল চাষের প্রতি আগ্রহ জাগে। পরে কৃষি অফিসের আশ্বাস ও পরামর্শে নিয়ে জমি তৈরির কাজে হাত দেই। জমি তৈরি হয়ে গেলে তারা আমাকে ১০০টি কাশ্মিরী আপেল কুল ও ৫০টি বলসুন্দরী আপেল কুলের কলম সংগ্রহ করে দেন। ৭ মাস নিবিড় পরিচর্যার পর এসব গাছগুলোতে এখন আশাতীত ফলন হয়েছে।

উপজেলার কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ জানান, প্রায় ৮ মাস পূর্বে তিনি আমাদের অফিসে এসেছিলেন আপেল কুলের খোঁজে। কথা দিয়েছিলাম যেখান থেকেই হোক আপেল কুলের কলম সংগ্রহ করে দেব তাকে। পরে বগুড়া জেলার একটি নার্সারি থেকে ১০০টি কাশ্মিরী আপেল কুল ও ৫০টি বলসুন্দরী আপেল কুলের কলম তাকে সংগ্রহ করে দেই। এখন তিনি অনেকটাই সফল হয়েছেন।

ফার্মসএন্ডফার্মার/১০মার্চ২০২১