জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহনে যক্ষ্মা বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে খোকসা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান। উক্ত কর্মশালয় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাস।
কর্মশালায় যক্ষ্মারোগ বিষয়ে মূল আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান ও ব্র্যাক কুষ্টিয়ার জেলা ব্যবস্থাপক (টিবি) আবু হানিফ মোড়ল। কর্মশালাটি পরিচালনা করেন খোকসা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার ছবি শিকদার।
বক্তারা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার যক্ষ্মা কার্যক্রম জোরদার করনের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষ করে শিশু যক্ষ্মা রোগী চিহ্নিত করন ও টিপিটি কার্যক্রমের উপর সমাজের সকল পর্যায়ে প্রচার প্রচারনা বাড়াতে হবে।
খোকসা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, ‘‘কমিউনিটিতে সম্ভাব্য যক্ষ্মারোগীদের নির্দিষ্ট সেবাকেন্দ্রে রেফারের মাধ্যমে যক্ষ্মারোগী শনাক্তকরন এবং শনাক্তকৃত যক্ষ্মারোগীদের নিয়মিত চিকিৎসা গ্রহনের উপর জোর দিতে হবে।’’
উল্লেখ্য, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক ব্যাধি। বায়ুবাহিত রোগ ও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। প্রধানত ফুসফুস আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি। অন্যথায় রোগীর মৃত্যুও হতে পারে।