কুষ্টিয়ায় ভুট্টা প্রদর্শনীর ওপর মাঠদিবস অনুষ্ঠিত

312

3

মো. এমদাদুল হক, কুষ্টিয়া প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে চলতি বছরের রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত ‘অধিক ফলনশীল সুপার সাইন-২৭৬০ ভুট্টা চাষের উৎপাদন’ শীর্ষক এক মাঠদিবস গত ১০ এপ্রিল কুষ্টিয়া সদরের কাশিনাথপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম হোসেন’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ ড. এম সাহাব উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএই অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা, সদরের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হুসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ, ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কেরামত আলী বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ সরকার কৃষকদের নানাভাবে সুযোগ সুবিধা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে কৃষকদের প্রণোদনা সহায়তাসহ অন্যান্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে, যার সুফল আমরা ইতোমধ্যেই পেতে শুরু করেছি। ছোট্ট এ দেশে যেখানে ১৭ কোটি লোকের বাস, সেখানেই আমরা কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের আশানুরূপ উৎপাদন করছি। ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জনের পাশাপাশি বিদেশে ফল-সবজিসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, খাদ্যমানে ধান এবং গমের সমতুল্য হচ্ছে ভুট্টা ফসল। এ ফসল আবাদ করতে সেচের পানি খুব কম লাগে অথচ উৎপাদনের দিক দিয়ে অত্যন্ত লাভজনক। ভুট্টা বছরে দু’মৌসুমে চাষ করা যায়। পোল্ট্রি ও ফিস ফিডে ভুট্টার ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে এর চাহিদা যথেষ্ঠ। ফলে এ ফসলের আবাদে চাষিরা লাভবান হবে। অনুষ্ঠানের আগে প্রদর্শনীপ্লটের নমুনা শস্য কর্তন করে বিঘা প্রতি ৪০ মন ফলন পাওয়া যায়। প্রদর্শনীচাষি সমির উদ্দিন মন্ডল বলেন, সুপার সাইন-২৭৬০ ভুট্টার জাতটি অন্যান্য দেশি জাতের চেয়ে ফলন দেয় বেশি। এ ভুট্টার মোচা খুব বড় আকারের হয়। এসময় সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাসহ দু’শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।