কুষ্টিয়ায় যক্ষ্মা প্রতিরোধে পলিসি ডায়লগ অনুষ্ঠিত

5

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় সিভিল সার্জন কুষ্টিয়ার আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় যক্ষ্মা প্রতিরোধে পলিসি ডায়লগ এনগেজিং প্রাইভেট ও পাবলিক গ্র্যাজুয়েট প্রভাইডারস এবং অন্যান্য স্টেকহোল্ডারস অন ম্যানডেটরি নটিফিকেশন বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন উপলক্ষে দিশা টাওয়ারের সভাকক্ষে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম, সরকারি পরিচালক ডা. সোনিয়া কাওকাবী, কুষ্টিয়া মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সেলিম হোসেন ফরাজী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নাসির উদ্দিন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি কনসালটেন্ট ডা: এস এম মাসুদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ সাজ্জাদ হোসেন।

কর্মশালায় যক্ষ্মারোগ বিষয়ে মূল আলোচনা করেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার (ডিএসএমও) ডাঃ নওরীন আলম সিজা। কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক (টিবি) আবু হানিফ মোড়ল।

বক্তারা কুষ্টিয়ায় যক্ষ্মা কার্যক্রম জোরদার করনের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষ করে শিশু যক্ষ্মা রোগী চিহ্নিত করন ও টিপিটি কার্যক্রমের উপর সমাজের সকল পর্যায়ে প্রচার প্রচারনা বাড়াতে হবে।

উল্লেখ্য, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক ব্যাধি। বায়ুবাহিত রোগ ও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। প্রধানত ফুসফুস আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি। অন্যথায় রোগীর মৃত্যুও হতে পারে।