এসএম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কুষ্টিয়া কালেক্টর চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ১৯৯৮ সাসাল থেকে পহেলা আষাঢ় বৃক্ষরোপন করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে একটি গাছ কেটে ফেলার আগেই আরেকটি হাছ রোপন করার অনুরোধ করেন তিনি।
বনজ, ফলজ ঔষধি গাছ বেশিবেশি করে লাগানোর আহ্বান জানান।
দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে কৃষি অধিদপ্তর নিরলস পরিশশ্রম করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ চন্ডী দাস কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো, জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আসলাম মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (শস্য) ড. হায়াৎ মাহমুদ,
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।
কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ এ মেলার আয়োজন করে। সপ্তাহব্যাপী চলবে এ মেলা। মেলায় ২০টি স্টল অংশগ্রহণ করে।
এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ড্টকম/এম