কুষ্টিয়া বাইপাসে তাল ও খেজুর গাছের চারা রোপন

371

20748204_1059538507516019_7

এসএম জামাল, কুষ্টিয়া থেকে: “প্রকৃতি বাঁচান নিজে বাঁচুন” এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কুষ্টিয়ায় তাল ও খেজুর গাছের চারা রোপন করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া ‘বাইপাসে’ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বনায়ন ও ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়ন করে।

এসময় কুষ্টিয়া খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. হায়াত মাহমুদ, সদর উপজেলা কৃষি অফিসার মো. সেলিম হোসেন, বনায়নের রিজিওনাল লিফ ম্যানেজার এসএম হাসিবুর রহমান, চেচুয়ারর এরিয়া ম্যানেজার মো. তৌফিকুল কাইয়ুম, ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের প্রতিষ্ঠাতা শাহাবউদ্দীন মিলন প্রমুখ।

এসময় কৃষি কর্মকর্তারা বলেন, তালগাছ যেমন আমাদের পানির স্তর ধরে রাখে, আবার তেমনি বজ্রপাত প্রতিরোধ করে করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তালগাছ আমাদের ভালো বন্ধু। একসময় এই বাইপাসের সৌন্দর্য্য বৃদ্ধি করবে এই তাল ও খেজুর গাছ।

বাইপাসের দুইপাশে ৬ শতাধিকেরও বেশি তাল ও খেজুর গাছ রোপন করা হবে বলে জানান তারা।

বন্যায় মৎস্য চাষীদের ক্ষতি কমানোর কিছু পরামর্শ

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম