কুড়িগ্রামের ফারাজীপাড়া চরে মিষ্টি কুমড়া মাঠ পরিদর্শন ও উত্তোলনের উদ্বোধন করেন পুলিশ সুপার

451

[su_slider source=”media: 4330,4327,4328,4329″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়াউর রহমান, কুড়িগ্রাম থেকে: গত ২৪ এপ্রিল কুড়িগ্রামের ফারাজীপাড়া চরে মিষ্টি কুমড়া মাঠ পরিদর্শন ও উত্তোলনের উদ্বোধন করেন পুলিশ সুপার মেহেদুল করিম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুন হক, সার্কেল এএসপি রিপন কুমার মোদক, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের এগ্রিক্যালচার প্রোগ্রাম ম্যানেজার নির্মল চন্দ্র ব্যাপারী, জেলা সমন্বয়কারী মোতাক্কাবিরুল হক প্রমুখ। পুলিশ সুপার বলেন, এ চরকে যদি কাজে লাগানো যায় তবে এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে সহায়তা করবে। উপপরিচালক মকবুল হোসেন বলেন, এ চরকে আমরা মিষ্টি কুমড়া দিয়ে ভরে দিতে পারি, তাহলে এ এলাকার মানুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। ইউকেএইড’র অর্থায়নে ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহায়তায় জেলার ২৫ টি চরে ২ হাজার ১ শ’ ১ জন ভূমিহীন পরিবার ‘গোল্ড ম্যাজিক বল’ জাতের মিষ্টি কুমড়ার চাষ করেন।