কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ধরলা নদীর চর সারডোব গ্রামটিকে পেয়ারার গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গ্রামবাসীদের মধ্যে ৭০০ থাই-৭ পেয়ারার চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সারডোব দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই চারা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চরণ রায়, সাংবাদিক আব্দুল খালেক ফারুক, স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফ আলী প্রমুখ। সভায় চরের মানুষের পুষ্টি চাহিদা মেটানোর জন্য ঘরে ঘরে থাই পেয়ারার চাষ করার উপর গুরুত্বরোপ করা হয়।
আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় এই গ্রামে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণের পর গ্রামটির দরিদ্র মানুষকে সাবলম্বী করে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পেয়ারাসহ ফলজ গাছের চারা রোপন ও টার্কি মুরগি পালনের পাশাপাশি বাল্যবিয়ে, যৌতুক, মাদক, ঝড়ে পড়া রোধসহ নানা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেন গ্রামবাসীরা।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন