কৃত্রিম প্রজনন কেন বিফলে যায়?

1067

কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গবাদিপশু উৎপাদনের মাধ্যমে খামারিরা লাভবান হচ্ছেন। তবে বিভিন্ন কারণে কৃত্রিম প্রজনন সফল হয় না। আসুন জেনে নেই কৃত্রিম প্রজনন বিফলে যাওয়ার কারণ সম্পর্কে-

কৃত্রিম প্রজনন বিফলে যাওয়ার কারণঃ

বীজের গুণাবলীঃ বীজ ভালো না হলে যেমন ক্ষেতে ফসল ভালো হয় না তেমনি বীজ ভালো না হলে বাচ্চা উৎপাদনের হারও তেমন ভালো হয় না।

বীজ পরীক্ষা না করে ব্যবহার।
বীজের গুণগতমান সঠিক না থাকা।
মৃত শুক্রাণুযুক্ত বীজ ব্যবহার।
দুর্বল শুক্রাণুযুক্ত বীজ ব্যবহার।
স্ট্র বা বীজ ভায়ালের মধ্যে প্রয়োজনের তুলনায় শুক্রাণুর সংখ্যা কম থাকা।
বীজের পরিমাণ কম দেয়া।
অনুর্বর ষাঁড়ের বীজ ব্যবহার।
জীবাণু দ্বারা শুক্রাণু সংক্রামিত হওয়া।
সিমেন স্ট্র/ ভায়ালঃ

ত্রুটিপূর্র্ণভাবে স্ট্র বা ভায়াল পরিবহন।
ত্রুটিপূর্ণভাবে স্ট্র / ভায়াল সংরক্ষণ
ক্রটিপূর্ণভাবে সিমেন ক্যান থেকে স্ট্র বের করা।
সিমেন ক্যানে লিকুইড নাইট্রোজেনের পরিমাণ কমে যাওয়া।
সিমেন ক্যানের ঢাকনির সাথে সংলগ্ন­ লাল সিলের ত্রুটি।
হিমায়িত বীজ ত্রুটিপূর্ণ পদ্ধতিতে গলানো (thawing)।
তরল বীজ সংরক্ষণের ক্ষেত্রে ফ্রিজে সার্বক্ষণিক বিদ্যুৎ না থাকা।

প্রজননকারীঃ

প্রজননকারীর অনভিজ্ঞতা।
ত্রুটিপূর্ণ ও অদক্ষভাবে প্রজনন করা।
প্রজনন অঙ্গের ভেতর ভুল স্থানে শুক্রাণু স্থাপন।
গাভীর ইস্ট্রাস বিষয়ে ভুল ধারণা।
প্রজননের পর গাভীকে বিশ্রাম না দেয়া।

গাভীঃ

গাভী সংক্রামক রোগে আক্রান্ত হওয়া।
যৌন রোগে আক্রান্ত হওয়া। জননাঙ্গে যে কোনো প্রকারের প্রদাহ থাকা।
অনিয়মিত ঋতুচক্র।
পুনঃপুনঃ গরম হওয়া ও গরম হওয়ার ভ্রান্ত লক্ষণ প্রকাশ পাওয়া।
হরমোন নিঃসরণের অভাব। হরমোন নিঃসরণে ভারসাম্যহীনতা।
অধিক বয়স।
পুষ্টির অভাব।

প্রজননের সময়ঃ

গাভী ডাকে আসার ১২-১৮ ঘন্টার মধ্যে প্রজনন না করা।
ত্রুটিপূর্ণ গরমের লক্ষণ চিহ্নিত করা।
প্রজনন ব্যবস্থাপনা পালন না করা।
সকালে গরম হলে সকালেই প্রজনন করানো।
বিকালে গরম হলে ওই দিন বিকালেই প্রজনন করানো।
প্রজননের জন্য উপযুক্ত সময় না মানা।
এছাড়া আরো অনেক কারণ আছে যে কারণে কৃত্রিম প্রজনন ফলপ্রসু হয় না।

প্রতিকারঃ

উপরোক্ত সমস্যাসমূহ প্রতিকারে যা করণীয় তা নিম্নে দেয়া হলোঃ

বীজের গুণাগুণ আন্তর্জাতিক মানের হতে হবে। বীজের ভেতর শুক্রাণুর মটিলিটি, পরিমাণ, সংখ্যা, ইত্যাদি সঠিক হতে হবে।
সে জন্য প্রজননের ষাঁড় বাঁছাই ও ছাটাই পদ্ধতি প্রজনন মানের (Estimated breeding value) ভিত্তিতে করা উচিত।
বীজ উৎপাদন, সংরক্ষণ, পরিবহন এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ইত্যাদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং এদের মান ঠিক আছে কিনা তা প্রতিনিয়ত পরিদর্শন করা উচিত।
তরলীকৃত বীজ পরিবহনে অসুবিধার ক্ষেত্রে তার পরিবর্তে তরল নাইট্রোজেন স্ট্র (Straw) সিমেন পদ্ধতিকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা যেতে পারে।
কৃত্রিম প্রজনন করার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে অবশ্যই প্রজনন করার পূর্বে বীজের গুণগত মান ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেয়া প্রয়োজন।
কৃত্রিম প্রজননে ভালো ফলাফল পাওয়ার জন্য স্বাস্থ্যসম্মত ব্যবস্থা অবশ্যই মেনে চলতে হবে।
প্রজননক্ষম বকনা বা গাভী হতে হবে সকল রোগ থেকে মুক্ত এবং প্রজননতন্ত্র হতে হবে জীবাণুমুক্ত এবং ত্রুটিমুক্ত।
হিট বা গরমের সময় সঠিকভাবে নির্ণয় করে ডাক আসার ১২-১৮ ঘন্টার মধ্যে প্রজননের ব্যবস্থা করতে হবে।
কৃত্রিম প্রজনন এবং এর মাধ্যমে গাভীর ঊর্বরতা বৃদ্ধির অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক কৃত্রিম প্রজনন সম্পর্কিত প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য প্রতিষ্ঠানের সাথে যোগযোগ করা প্রয়োজন।

ফার্মসএন্ডফার্মার/২মার্চ২০২১