কৃষকের সেবায় হটলাইন চালু

477

করোনা ভাইরাসের এ ক্রান্তিকালে কৃষি কাজের যাবতীয় সমস্যা সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দিতে হটলাইন চালু করা হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ যৌথ উদ্যেগে এ হটলাইন চালু করেছে।

হটলাইন নম্বরটি হলো- ০৯৬০৪ ৩৩৩৪৪৪।

সোমবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১২ মে) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হটলাইন নম্বরে কল করে নিরবচ্ছিন্নভাবে সেবা পাওয়া যাবে।

এ হটলাইনের মাধ্যমে সারাদেশের কৃষকরা বা মাঠের কৃষি (ফসল, প্রাণিসম্পদ ও মৎস্য) কাজের যাবতীয় সমস্যা সমাধান বা প্রয়োজনীয় পরামর্শ পাবেন। একটি বিশেষজ্ঞ প্যানেল এ কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া মাঠে কর্মরত কোনো কৃষিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হলে উক্ত হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

ফার্মসএন্ডফার্মার/১১মে২০