কৃষক তুমি বড়ই বোকা

538

কৃষক তুমি বড়ই বোকা
নইলে কি আর খেতে ধোঁকা,
দাদন নিয়ে গরু পেলে
বেঁচবে এখন পানির দামে ।।

গোখাদ্য বেঁচলো যেজন
সেতো বড় পুঁজিবাদী
তুমি কৃষক দাম পেলেনা ,
দাদন শোধের হবে কি এখন ?
বৌ মেয়ে নিয়ে ক্ষুদায় মরো
মহাজনের কি যায় তাতে ।।

তুমি বড্ড বোকা মানুষ
ছেলে বৌ আর মেয়ে মিলে
পাললে দুটো গরু শেষে ।
লাখ টাকা খরচ করে
বেঁচো এখন হাজার ষাটে ।

গরু বেঁচে মেয়ের বিয়ে
পারবে কি আর এখন দিতে ?
পনের টাকার বোঝা নিয়ে
উপোস থেকে শোধাও এখন ।

কুরবানীর ঐ দুটুকরো গোসতে
পেটের ক্ষুদা কি মিটবে তাতে ?
কম দামেতে গরু কিনে মনে হচ্ছে,
জয় করেছো আকাশ খানি ।।
পোলাও কোরমা মাংস যে খাও
সেটা আসল মাংস তো নই
কৃষানীর ঐ রক্তগামের দলাটপৃন্ড
খাচ্ছ তুমি উদোর পুরে ।

এমনি সকল মরলে কৃষক
কি হবে একবার ভেবে দেখুন ?
সময় থাকতে চিন্তা করুন
কৃষক বাঁচলে বাঁচবে এদেশ
তারা মরলে তুমিও মরবে
ভাত না পেয়ে ক্ষুদা পেটে ।

কৃষিবিদ তৌহিদ, ২৭-৭-২০২০
চলার পথে ট্রাফিক জামে

ফার্মসএন্ডফার্মার/২৮জুলাই২০