কৃষিক্ষেত্রে বাংলাদেশের সফলতা

758

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সফলতা

পাট: বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ রপ্তানি কারক এবং ২য় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ যা প্রতিবছর ১.২ মিলিওন মে.টন পাট রপ্তানি করে।

আলু: ৩ থেকে ৬ টন বাড়তি আলু উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর ১৩ তম এবং এশিয়াতে ৪র্থ তম দেশ হিসেবে পরিচিত।

অ্যাকুয়া কালচার: এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ ৬ষ্ঠ বৃহত্তম অ্যাকুয়াকালচার উৎপাদনকারী দেশ যা প্রতি বছর ৩ মে.টন অ্যাকুয়া চাষ করে থাকে।

পোল্ট্রি: বর্তমান বাংলাদেশে ২৪৬ মে.টন পোল্ট্রি উৎপাদনে ১ লক্ষেরও বেশি ফার্ম জড়িত।

ফল ও শাকসবজি: বাংলাদেশ বিশ্বে আম উৎপাদনে নবম বৃহত্তম এবং আনারস উৎপাদনে এগারতম বৃহত্তম উৎপাদনকারী দেশ।

বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে কৃষি ক্ষেত্রে প্রধান ভাবে নির্ভরশীল। দেশের মোট জনসংখ্যার এক বিশাল অংশ প্রত্যক্ষ ব পরোক্ষ ভাবে কৃষির সাথে জড়িত। যেহেতু,  কৃষি বাংলাদেশর অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এক অন্যতম বৃহৎ উৎপাদন খাত এটি দেশের মোট জিডিপির প্রায় ১৮.৬% পূরন করে। কৃষি সেক্টরের উন্নয়ন দেশে কর্মসংস্থানের সৃষ্টি, দারিদ্র্যবিমোচন, মানব সম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা পূরনের ক্ষেত্রে এক অনস্বীকার্য ভূমিকা পালন করছে। দেশের মোট জনশক্তির ৪৩.৬% সরাসরি কৃষিক্ষেত্রে কাজ করছে। এটা প্রমান করে যে, বাংলাদেশের সার্বিক বিকাশের উপর কার্যকারী প্রভাব হিসেবে সরাসরি সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র, যা দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য দীর্ঘ মেয়াদী ব্যবসায় মুনাফা এবং স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করে। সূত্র: Rural Development