কৃষিতে পড়াশোনা করে সুন্দর ভবিষ্যত গড়ার সুবর্ণ সুযোগ

691

sbku

বিপুল মজুমদার, শেকৃবি প্রতিনিধি: আমাদের দেশ কৃষি প্রধান দেশ । দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপড় নির্ভরশীল । তাই কৃষি সেক্টরের উন্নতি ছাড়া আমাদের দেশের মানুষের তথা দেশের সামগ্রিক  অর্থনৈতিক উন্নয় সম্ভব নয় । এই উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হল কৃষিতে ব্যাপকহারে গবেষণা ও নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করা । আর এই কাজের জন্য দক্ষ জনবলের প্রয়োজন । আমাদের শিক্ষিত তরুন প্রজন্ম দ্বারাই এই প্রয়োজন মেটানো সম্ভব। অনেকেরই ধারণা যে, আমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারিনি, তাই আমার দ্বারা ভাল কিছু করা সম্ভব নয় । আমাদের এই ধারণাটা একেবারেই ভুল । কারণ কৃষিতে পড়াশোনা করে সুন্দর ভবিষ্যত গড়ার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ । কৃষিতে পড়াশোনা করে সরকারি চাকুরীর পাশাপাশি বেসরকারী ও বিদেশে কাজ করারও অনেক সুয়োগ রয়েছে । সরকারি চাকুরীরর ক্ষেত্রে রয়েছে বিসিএস (টেকনিক্যাল ক্যাডার-কৃষি সম্প্রসাণ কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রভাষক ও ননটেকনিক্যাল ক্যাডার- প্রশাসন, আনসার, পররাষ্ট্র বিষয়ক, ডাক, নিরিক্ষা ও হিসাব, তথ্য, ইকনমিক, পুলিশ, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ) । এছাড়াও সরকারি ও বেসরকারি ব্যাংকে  এবং বিআরআরআই, বিএআরআই ও আন্তর্জিক সংস্থা ফাএও এবং ইআরআরই তে কাজ করার সুয়োগ রয়েছে । বর্তমানে দেশের চারটি কৃষি বিশ্ববিদ্যালয় ( শেকৃবি, বাকৃবি, সিকৃবি বশেমুরকৃবি ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হচ্ছে । এছাড়াও রাবি, হাবিপ্রবি, পবিপ্রবি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয় ।