কৃষিতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ

154

চলতি অর্থবছর কৃষি খাতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের জন্য নির্ধারিত ৩০ হাজার ৮১১ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে যা ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নতুন নীতিমালা ঘোষণা করেন ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি বিবেচনায় কৃষি খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। এবারে ছাদ কৃষি, কাঁকড়া, কুঁচে চাষে ঋণ বিতরণের বিষয়টি যুক্ত করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছর ব্যাংকগুলো কৃষি খাতে মোট ৩২ হাজার ৮৩০ কোটি টাকা বিতরণ করে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় যা ১০৬ দশমিক ৫৫ শতাংশ। সামগ্রিকভাবে বেশি ঋণ বিতরণ হলেও ৮টি ব্যাংক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।