কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ০৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ১৩ জুলাই

79
সিভাসু

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ০৯টি পাবলিক বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জুলাই সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু)। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

কৃষি গুচ্ছে থাকা ০৯টি বিশ^বিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়, খুলনা কৃষি বিশ^বিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ^বিদ্যালয়।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভা আজ ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সিভাসু’র ট্রেজারার প্রফেসর ড. মো: কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর এবং কয়েকজন সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন।