কৃষিবিদ মো. জলিলুর রহমান বেঁচে নেই

387

 

মো. জলিলুর রহমান

ফার্মস এ্যান্ড ফার্মার২৪.কম ডেস্ক: কৃষিবিদ মো. জলিলুর রহমান বেঁচে নেই। গতকাল (২৮ ফেব্রুয়ারি) রাত ৮ টায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অন্যান্য আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগাহী রেখে গেছেন। বগুড়া রোডস্থ খামারবাড়ির ডিএইক্যাম্পাসে প্রথম জানাজা এবং নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি অষ্টম বিসিএস’র কৃষি ক্যাডারের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রথম চাকুরিতে যোগদান করেন এবং মৃত্যুপূর্ব পর্যন্ত বীজ প্রত্যয়ন এজেন্সির সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ফার্মস এ্যান্ড ফার্মার২৪.কম’র পক্ষ হতে তাঁর শোকার্ত পরিবারের প্রতি রইলো সমবেদনা, আল্লাহ যেনো তাঁকে বেহেশ্তবাসী করুন।