কৃষিবিষয়ক পত্রিকা ও অনলাইন সম্পাদকদের সঙ্গে আহ্কাব এর মতবিনিময়

356

ahcab01-768x323

দেশের কৃষি বিষয়ক পত্র-পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে এনিমেল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (আহ্কাব) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর), রাজধানী ঢাকায় ‘৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি প্রদর্শনী-২০১৮’ উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

আহকাবের নেতারা বলেন, বিগত বছরের তুলনায় এবারের মেলার আয়োজন থাকবে আরো ব্যাপক ও বিস্তৃত। আয়োজন উপলক্ষে নেয়া হবে নানামুখী কার্যকর পদক্ষেপ। পাঁচশরও বেশি স্টলের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। অন্যান্যবার সায়েন্টিফিক পেপারগুলো শুধু ইংরেজিতে করা হলেও এ বছর সেটির পাশাপাশি বাংলায়ও থাকবে। উপজেলা পর্যায়ে আয়োজন করা হবে রোড শো’র, বিলি করা হবে প্রচারণা লিফলেট।

ইতোমধ্যে দেড়শ’রও বেশি স্টল বুকিং হয়ে যাওয়ার তথ্য দিয়ে নেতারা প্রাণিসম্পদ সেক্টরে আগ্রহী ব্যবসায়ীদের দ্রুত স্টল বুকিং করার আহ্বান জানান।

এ সময় প্রদর্শনী উপলক্ষে আহকাব নেতারা উপস্থিত কৃষিভিত্তিক গণমাধ্যমকে বলেন, বিগত মেলায় আপনারা কৃষি বিষয়ক পত্রিকা মেলার প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আশা করছি আপনারা এ সেক্টরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মেলার প্রচারনায় সহযোগিতার হাত আরো প্রসারিত করবেন।

সভায় উপস্থিত ছিলেন আহকাব মহাসচিব ডা. মো. কামরুজ্জামান, প্রদর্শনীর মিডিয়া ম্যানেজমেন্ট সাব কমিটির আহ্বায়ক ডা. মো. জসিমউদ্দিন, ভেন্যু ম্যানেজমেন্ট সাব কমিটির সদস্য সচিব ডা. খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন, মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ডা. রাসেদুল জাকির এবং সংগঠনের সদস্য ডা. আলী ইমাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ থেকে ১০ মার্চ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, ঢাকায় ‘৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি প্রদর্শনী-২০১৮’ এর আয়োজন করতে যাচ্ছে আহ্কাব।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম