কৃষিবিষয়ক পত্রিকা ও কৃষিভিত্তিক অনলাইন সম্পাদকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা

364

5555500N6142

কৃষিবিষয়ক পত্রিকা ও কৃষিভিত্তিক অনলাইন সম্পাদকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা রাজধানী ঢাকার একটি হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়।

পোলট্রি খামার বিচিত্রার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামাল আহম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ডা. মো. কামরুজ্জামান, সম্পাদক, বাংলাদেশ ডেইরি অ্যান্ড পোলট্রি, কৃষিবিদ মো. শফিউল আজম, সম্পাদক, এগ্রিলাইফ২৪ডটকম, মো. আফজাল হোসেন, সম্পাদক, বাংলাদেশ পোলট্রি অ্যান্ড ফিস, এবিএম আসাদুজ্জামান, নির্বাহী সম্পাদক, পুনশ্চ, মুহাম্মদ মশিউর রহমান খান, সম্পাদক, পুষ্টিতথ্য, মো. শফিকুল ইসলাম, প্রধান সম্পাদক, ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম, মো. খোরশেদ আলম জুয়েল, সম্পাদক, এগ্রিনিউজ২৪ডটকম, ডা. মো. খালিদ হোসাইন, সম্পাদক, এগ্রিভিউ২৪ডটকম, মো. শফিকুল ইসলাম, নির্বাহী সম্পাদক, আধুনিক কৃষি খামার, এমএ নাঈম, প্রতিনিধি, ফার্ম হাউজ প্রমুখ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফার্ম হাউজ পত্রিকার প্রতিনিধি এমএ নাঈম।

5000000000N6140

সভায় উপস্থিত সদস্যরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। যেসব সমস্যাগুলো আলোচনায় উঠে আসে, তা সমাধানকল্পে একটি সংগঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। বিস্তারিত আলোচনাক্রমে ‘বাংলাদেশ এনিমেল এগ্রিকালচার এডিটরস এসোসিয়েশন’ নামে একটি সংগঠন করা হয়।

সংগঠনের আহ্বায়ক কমিটি নিম্নরূপঃ
১। আহ্বায়ক: কামাল আহমদ, সম্পাদক, পোলট্রি খামার বিচিত্রা।
২। যুগ্ম আহ্বায়ক: কৃষিবিদ মো. শফিউল আজম, সম্পাদক, এগ্রিলাইফ২৪ডটকম।
৩। যুগ্ম আহ্বায়ক : ডা. মো. কামরুজ্জামান, সম্পাদক, বাংলাদেশ ডেইরি অ্যান্ড পোলট্রি।
৪। যুগ্ম আহ্বায়ক: মোহাম্মদ নুরুজ্জামান, সম্পাদক, কৃষি ও আমিষ।
৫। সদস্য সচিব : মুহাম্মদ মশিউর রহমান খান, সম্পাদক, পুষ্টিতথ্য।
উপস্থিত অন্য সদস্যরা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন।

সভায় গঠনতন্ত্র প্রণয়ন ও সংগঠন নিবন্ধন ইত্যাদি বিষয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়।
১। উপ-কমিটি আহ্বায়ক: মো. আফজাল হোসেন, সম্পাদক, বাংলাদেশ পোলট্রি এন্ড ফিস।
২। সদস্য: মো. শফিকুল ইসলাম, প্রধান সম্পাদক, ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম।
৩। সদস্য: মো. খোরশেদ আলম জুয়েল, সম্পাদক, এগ্রিনিউজ২৪ডটকম।
৪। সদস্য: ডা. মো. খালিদ হোসাইন, সম্পাদক, এগ্রিভিউ২৪ডটকম।
৫। সদস্য : এবিএম আসাদুজ্জামান, নির্বাহী সম্পাদক, পুনশ্চ।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন’

বগুড়ায় বেগুনি কালিম পাখি উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম