কৃষিভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী

375

20292621_963986077075375_44

কৃষি তথ্য, প্রযুক্তি ও সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কৃষিভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন একটি জনপ্রিয় মাধ্যম। স্মার্টফোন, ট্যাব ও লেপটপের এ যুগেও বায়োস্কোপের যে ব্যাপক চাহিদা রয়েছে তার প্রমাণ মিলল গত ২৭ জুলাই ২০১৭ সন্ধ্যায়।

সিলেট সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট কর্তৃক প্রামণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রদর্শিত প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফলে কার্বাইড ব্যবহার, খাদ্যে বিষ, নিরাপদ ফসল ব্যবস্থাপনা, ধান সংগ্রেহোত্তর প্রযুক্তি ও ব্যবস্থাপনা, সারে ভেজাল পরীক্ষা, পাটে রিবন রেটিং পদ্ধতি, সুষম সার ব্যবহার, ডলোচুনের ব্যবহার, মশলা চাষ, দেশি ফলের গুরুত্ব এবং জনপ্রিয় সুখের আঙ্গিনা এসব।

জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র যেমন- ফলে কার্বাইড ব্যবহার ও খাদ্যে বিষ প্রামাণ্যচিত্রগুলো দেখে অনেকেই অবাক হয়ে যান। তারা প্রামাণ্যচিত্রগুলো দেখে শিখতে পেরেছে কীভাবে ফলে কার্বাইড ও ফরমালিন মিশানো হয় এবং মানুষের শরীরে কীভাবে তা ক্ষতি করে।

তাছাড়া সমসাময়িক কৃষিতে করণীয় সম্পর্কিত প্রামাণ্যচিত্র যেমন-ধান ফসল কর্তন, মাড়াই ও সংগ্রহোত্তর প্রযুক্তিগুলো দেখানো হয়।

আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কিত প্রামাণ্যচিত্রগুলো দেখেও তারা উপকৃত হবেন বলে অনেকেই মন্তব্য করেন।

প্রামাণ্যচিত্র উপভোগ করে কৃষক রতন মিয়া বলেন, এটা তার জীবনের প্রথম অভিজ্ঞতা। তিনি নিজেও একজন সবজি চাষি। এখন থেকে সবজি জমিতে প্রয়োজন মাফিক কীটনাশক প্রয়োগ করবেন তাছাড়া অনেক নতুন নতুন গুরুত্বপূর্ণ কৃষি প্রযুক্তি ও তথ্যাদি শিখেছেন।

কৃষক জিলু মিয়া বলেন, ডলোচুন প্রয়োগ পদ্ধতিট খুব সহজেই বুঝতে পেরেছেন। প্রায় ৫ ঘণ্টাব্যাপী প্রদর্শিত এ আয়োজনে ৩০০ থেকে ৪০০ জন কৃষক পর্যায়ক্রমে উপস্থিত হয়ে প্রামাণ্যচিত্র উপভোগ করেন।

প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, গণ্যমান্য ব্যক্তিরা, সফল কৃষক, যুবক ও বৃদ্ধরা উপস্থিত ছিলেন।

উপস্থিত দর্শকরা মাঠ পর্যায়ে প্রামান্যচিত্র প্রদর্শণীর এ আয়োজনে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট তথা অডিও ভিজ্যুয়াল ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম